দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিএফইউজের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত ২০ ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ ও কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামালকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাঁদের উত্তরীয়, ক্রেস্ট ও ফুলের তোড়া দেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের নেতারা।

ওয়াহেদুল আলম আর্টিষ্টের সভাপতিত্বে শাহিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন।

বক্তব্য দেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক ছুটু প্রমুখ। অনুষ্ঠানে বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
