Skip to content

বিএফইউজের ইতিহাস

১৯৭২ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদের এক সিদ্ধান্ত মোতাবেক জাতীয় ভিত্তিতে সাংবাদিক ইউনিয়ন গঠনের উদ্যোগ নেয়া হয়। জনাব কে. জি মুস্তফাকে চেয়ারম্যান ও শ্রী নির্মল সেনকে আহবায়ক করে ‘বাংলাদেশ সাংবাদিক ফেডারেশন’-এর সাংগঠনিক কমিটি গঠিত হয়। ১৯৭৩ সালের ৩০শে জুন ও ১লা জুলাই ঢাকায় ফেডারেশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জনাব আবদুর রাজ্জাক চৌধুরী। এই সম্মেলনে ফেডারেশনের নতুন নামকরণ করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন Bangladesh Federal Union of Journalists বা (বিএফইউজে) রূপে। এই সম্মেলনে ইউনিয়নের গঠনতন্ত্র সম্পর্কে আলোচনা হয় এবং অধিকাংশ ধারা উপধারা গৃহীত হয়। সম্মেলন গঠনতন্ত্রের বাদবাকী ধারা উপধারা গ্রহণের জন্য নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে দায়িত্ব দেয় এবং এই সিদ্ধান্ত অনুসারে ২১শে জুলাই চট্টগ্রামে অনুষ্ঠিত ফেডারেল ইউনিয়নের কার্যনির্বাহী বৈঠকে পরিষদের গঠনতন্ত্র সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
চট্টগ্রামের বৈঠকে সভাপতিত্ব করেন বিএফইউজে সভাপতি শ্রী নির্মল সেন। বৈঠকে নিম্নলিখিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন:

১। জনাব আবদুর রহিম
২। জনাব নজির আহমদ
৩। জনাব মোহাম্মদ শরীফ রাজা
৪। জনাব সৈয়দ জাফর
৫। জনাব কামাল লোহানী
৬। জনাব রিয়াজুদ্দিন আহমদ
৭। জনাব রফিক ভুঞা
৮। জনাব ফকির আশরাফ
৯। জনাব মাহবুবুল ইসলাম
১০। জনাব জহিরুল হক
১১। জনাব সায়ফুল আলম
১২। জনাব শেখ আফতাব উদ্দিন
১৩। জনাব এ কে এম জালাল উদ্দিন
১৪। জনাব মৃনাল চক্রবর্তী
১৫। শ্রী সন্তোষ গুপ্ত