বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি মো. ওমর ফারুক স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক দূর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ ডিসেম্বর, ২০২১ এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
পঞ্চগড় সুহৃদ সমাবেশের আয়োজনের প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম। অন্যানের মধ্যে বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, পঞ্চগড়ের জ্যৈষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল ইসলাম আর্টিস্ট, সাধারণ সম্পাদক শাহিন হোসেন, সাবেক সভাপতি চিত্ত ঘোষ, দিনাজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রঞ্জু উপস্থিত ছিলেন।